শিক্ষার্থীদের সংঘর্ষে নোয়াখালীতে মেডিকেল কলেজ বন্ধ

Looks like you've blocked notifications!

শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে নোয়াখালীতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর এ ঘোষণা দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মলয় কান্তি চক্রবর্তী।

অধ্যক্ষ জানান, রক্ষক্ষয়ী সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের নিজেদের দলে ভেড়াতে সন্ধানী ক্লাব ও মেডিসিন ক্লাবের সদস্যদের উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে কিছু দিন আগেও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা  নিরসন হয়। আজ সকালে আবার তাদের মধ্যে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এরপর সন্ধ্যায় তাদের মধ্যে ফের সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়।