শ্রীবরদীতে ১০ টাকার চাল কালোবাজারে বিক্রিচেষ্টা, বিক্ষোভ

Looks like you've blocked notifications!

শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্রের ১০ টাকা কেজিদরের চাল কালোবাজারে বিক্রিচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।

আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের লোকজন বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপির বিবরণ থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চালের ডিলার কাদির আলীর ৪০ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে গোড়জান গ্রামের ছৈয়মদ্দিনের বাড়িতে মজুদ করেন। এ সময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে ওই বাড়ির আশপাশে সমবেত হলে ডিলার কাদির তাঁর লোকজন নিয়ে এলাকাবাসীকে মারধর ও থানা পুলিশের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। পরে চালগুলো অন্যত্র সরিয়ে ফেলেন।

বিক্ষোভকারীরা জানান, এ ব্যাপারে রাতেই প্রশাসনকে অবহিত করা হয়েছিল। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।’