কাজির কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামে বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজি কুতুব উদ্দিন নামের এক কাজীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান আজ বুধবার সন্ধ্যা ৬টায় বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯২৯-এর ৫ ধারায় এই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল আজিজের সাথে পাশের পুরোনো হাউলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মঞ্জুরা খাতুনের আজ বুধবার বিকেলে বিয়ে সম্পন্ন হয়।মঞ্জুরা দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। দামুড়হুদা সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কুতুব উদ্দিন বাল্যবিবাহ অপরাধ জানার পরও বিবাহ নিবন্ধন করেন।
ইউএনও ফরিদুর রহমান শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।