ডিমলায় জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্বাস আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাবুরহাট গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে একই ইউনিয়নের সরদারহাট গ্রামের মাছের ঘের থেকে পুলিশ ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি একই গ্রামে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত)এমআর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুল ছয় মাসের সাজা পাওয়া আসামি। তাঁকে ওই সাজার পরিপ্রেক্ষিতে এবং জামায়াত নেতাকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।