চুয়াডাঙ্গায় ২ বাসে আগুন, বিএনপি নেতা আটক

চুয়াডাঙ্গার জীবননগর শহরে বাসস্ট্যান্ডে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সুপারভাইজার চান্নু মিয়া ও চালকের সহকারী মারুফ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীরকে (৫০) আটক করেছে ।
বাসের সময় নিয়ন্ত্রক হাসানুজ্জামান এনটিভিকে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে যশোর পথে চলাচলকারী রিফাত পরিবহনের একটি বাস সম্পূর্ণভাবে এবং ঢাকা পথে চলাচলকারী চিত্রা পরিবহনের একটি বাস আংশিক পুড়ে যায়।
জীবননগর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সোহরাব হোসেন জানান, রাত ২টা ৫৫ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
জীবননগর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ আলী জানান, আজ শনিবার সকাল ৬টায় জীবননগর থানা পুলিশের একটি দল শহরের দৌলতগঞ্জ এলাকার বাড়ি থেকে শাহজাহান কবীরকে আটক করে।