নালিতাবাড়ীতে শেষ হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থোৎসব

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থোৎসবে আলোক শোভাযাত্রা। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ীতে শেষ হলো বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের দুই দিনব্যাপী তীর্থোৎসব। উপজেলার বারোমারীর সাধু লিওর ধর্মপল্লীতে ‘কুমারী মা মেরির’ স্মরণে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

‘দয়ার মাতা মারিয়া’ এমন প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে এই উৎসব শুরু হয় গতকাল বৃহস্পতিবার। ওই দিন রাতে অনুষ্ঠিত হয় আলোক শোভাযাত্রা, আরাধনা, নিশি জাগরণ, পাপ স্বীকার প্রভৃতি ধর্মীয় ক্রিয়া। আজ শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযোগের মাধ্যমে সমাপ্তি ঘটে বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের।

গত ১৯ বছর ধরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে নালিতাবাড়ীর বারোমারী খ্রিস্টান মিশনে এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী এই উৎসবে যোগ দিয়েছিলেন।

উৎসব পালন কমিটির সদস্যরা জানান, এবারের উৎসবে ২০ হাজারের মতো পুণ্যার্থী অংশ নেন। উৎসব উপলক্ষে বারোমারীতে খ্রিস্টান মিশন এলাকায় বাহারি পণ্যের পসরা নিয়ে বিশাল মেলাও বসেছিল।