রাবিতে লিপু হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর

Looks like you've blocked notifications!
রাবি শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে আজ শনিবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে দুই দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১০টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ এ কর্মসূচির উদ্বোধন করেন। গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে।

লিপু হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের একজন আতিক সাদ্দাম বলেন, ‘আমরা আগামীকাল রোববার ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১০টায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে বেলা ১১টায় এবং প্যারিস রোডে ১২টায় পথনাটকের আয়োজন করেছি। ৩০ অক্টোবর আলটিমেটাম শেষ হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

গত ২০ অক্টোবর রাবির নবাব আবদুল লতিফ হলের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিপুর চাচা মো. বশির রাজশাহী নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।