রোহিঙ্গাকে পাসপোর্ট পেতে সাহায্যের অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার
লক্ষ্মীপুরে মিয়ানমারের তিন রোহিঙ্গাকে ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পাসপোর্টের আবেদনে সহযোগিতা করার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সচিবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিএসবি)। এ সময় এক রোহিঙ্গাকেও গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান এবং রোহিঙ্গা সৈয়দ আহমেদ। মাহবুবুর একই উপজেলার লাহারকান্দি গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাঁদের আটকের পর আজ বৃহস্পতিবার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা বিভাগের (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে জানান, মাহবুবুর রহমানসহ একটি সিন্ডিকেট মিয়ানমারের নাগরিকদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ইউপি সচিব মাহবুবুর রহমান ও মিয়ানমারের নাগরিক সৈয়দ আহমেদকে আটক করা হয়।
এ সময় মিয়ানমারের নাগরিক দুই নারী পালিয়ে যান। মিয়ানমারের নাগরিক সৈয়দ আহমেদ, শরীফা খাতুন ও মাজেদা বেগম ইউপি সচিবের মাধ্যমে কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের ভুয়া ঠিকানায় জন্ম সনদ তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলে জানান এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।