দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের নিয়ে চট্টগ্রামে বাণিজ্য মেলা

Looks like you've blocked notifications!

সুযোগ পেলে দেশের নারীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন বলে মনে করেন চিটাগং উইমেন চেম্বারের নেতারা। আর এ জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বাণিজ্য মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিটাগং উইমেন চেম্বারের নেতারা। আগামী ৫ নভেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে সর্ববৃহৎ এই বাণিজ্য মেলা।

সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিটাগং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট কামরুল মালেক। এ সময় ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী, ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, মেলার কো-চেয়ারপারসন কাজী তুহিনা নূর আক্তার জাহান ও নিশাত ইমরা।

দশম ইন্টারন্যাশনাল উইম্যানস এক্সপো বাংলাদেশ-২০১৬ শীর্ষক এবারের মাসব্যাপী মেলায় ভারত, চীন, ইরান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।