টঙ্গিবাড়ীতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী খায়রুল কবির কাজল হাওলাদার। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল কবির কাজল হাওলাদার।

এই ইউপির স্থগিত দুই কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ চলাকালে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেরজাবাদ এলাকায় সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই চেয়ারম্যান প্রার্থী। ইউনিয়নের সেরজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুনিসার নয়াদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জোরপূর্বক কেন্দ্র দখলসহ নানা অভিযোগ আনেন তিনি।

গত ৭ মে যশলং ইউপি নির্বাচনে দুটি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছিল প্রশাসন। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আলমাছ চোকদার বিএনপির প্রার্থীর চেয়ে ৭৮ ভোট বেশি পেয়ে এগিয়ে থাকেন।