খুলনায় জাল ভোট দেওয়ায় চালক কারাগারে

Looks like you've blocked notifications!
খুলনার দিঘলিয়ার যোগীপোল ইউনিয়নের ফুলবাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহেন্দ্রচালক লুৎফর রহমান। ছবি : এনটিভি

খুলনার সাতটি ইউনিয়ন পরিষদের ১০টি ওয়ার্ডে আজ সোমবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রায় ২৪ হাজার ভোটার রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া, ঘাটভোগ ও শ্রীফলতলা; পাইকগাছা উপজেলার রাড়ুলী, কয়রা উপজেলার বাগালী, দিঘলিয়ার বারাকপুর যোগীপোল ইউনিয়নে ভোট দেন।

সকাল সাড়ে ১০টায় যোগীপোল ইউনিয়নের ফুলবাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  জাল ভোট দিতে গেলে লুৎফর রহমান নামের এক মাহেন্দ্রচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, আনসারসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।