দিনাজপুরের ৩ ইউপির দুটিতে বিএনপির জয়

Looks like you've blocked notifications!
দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা। ছবি : এনটিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এ আই এম হাসিবুর রশীদ জয়লাভ করেছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিকরুল হক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সাবুল চন্দ্র সরকার ও বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী তসলিমুল আলম তসলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে আজ সকাল ৮টা থেকে স্থগিত হওয়া ওই তিনটি ইউপিতে ভোটগ্রহণ করা হয়। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩০৮ ও নারী ভোটার ১৯ হাজার ৬৩৮ জন।

ভোটকেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।