অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

Looks like you've blocked notifications!
এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁর সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের তাজের মোড়ে শহীদ মিনারের পাদদেশে ওই মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

এনটিভির চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁর সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের তাজের মোড়ে শহীদ মিনারের পাদদেশে ওই  মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এ বি এম রফিকুল ইসলাম, এস এম আফাজ উদ্দিন, এনটিভির নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, দৈনিক যুগান্তর ও করতোয়ার প্রতিনিধি নবির উদ্দিন, দেশ টিভি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ফরিদুর করিম, এসএ টিভির প্রতিনিধি মামুনুর রশীদ বাবু, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন, হিউম্যান রাইটস অ্যান্ড কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুকুল কবিরাজ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক এমদাদুল হক মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মামুনুর রশীদ, একুশে টিভির প্রতিনিধি রতন ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হারুন উর রশীদ চৌধুরী রানা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বাবুল আকতার রানা, খবরপত্রের প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক ভোরের পাতার আদমদীঘি প্রতিনিধি সাগর খান, দৈনিক সাতমাথার আদমদীঘি প্রতিনিধি নূর সালাম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন থেকে অবিলম্বে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।