সুনামগঞ্জে ভূমিকম্পের সচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জে ভূমিকম্পের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে ভূমিকম্পের চেয়ে এর আতঙ্কেই বেশি ক্ষতি হয়। তাড়াহুড়ো করতে গিয়ে অধিকাংশ মানুষ আহত হন। তাই ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করতে হবে।
এসসি বালিকা বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারী শিক্ষক শওকত আহমেদ, ফরিদা ইয়াছমিন, আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ওবায়দুল কিবরিয়া, আহমেদ নূর আলবাব, সুবল বিশ্বাস, আতাউর রহমান, তানজিমা জামান, ইলি রানী প্রমুখ।
পরে এসসি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাযরা তান নাঈম সালওয়া, জহুরা আক্তার মীম, সিনথিয়া আমীর ফামি, সাদিয়া ফাইরুজ, শাহিলা চৌধুরী, ইসরাত জাহান মীম, ফাহমিদা রাজ সাথীর পরিবেশনায় ভূমিকম্পের সচেতনতামূলক একটি নাটিকা প্রদর্শন করে।