চট্টগ্রামে সাতশো বস্তা ভেজাল চালসহ আটক ৯

Looks like you've blocked notifications!

চট্টগ্রামে ভেজাল বিক্রির অভিযোগে সাগরিকার একটি কারখানার মালিকসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রটি বহুদিন থেকেই নিম্মমানের চালের সাথে ভালো চাল মিশিয়ে ভেজাল চাল বাজারজাত করে আসছিল বলেও পুলিশ জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে পাহাড়তলীর সাগরিকা অগ্রণী ফুড ইন্ডাষ্ট্রিতে অভিযানের পর উদ্ধার করা হয় প্রায়  ৭ শতাধিক চালের বস্তা। গোয়েন্দা পুলিশের গোয়েন্দা পরিদর্শক কেশব চক্রবর্ত্তী জানান, উদ্ধাকৃত চালের মধ্যে ২৫০টি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। আর ৩৮০টি বস্তার চাল অতি নিম্ম মানের। এ ঘটনায় কারখানার মালিক, ছেলেসহ ৯ জনকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি ।

কেশব চক্রবর্ত্তী বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস এর চাল বিতরণের সময় কম দামে বিভিন্ন ডিলার থেকে চাল কেনার পর তা নিন্মমানের চালের সঙে।গ মিশিয় বাজারজাত করছিল চক্রটি। এছাড়া অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসছে বলেও জানান তিনি।