ক্ষেতলালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি-গোপীনাথপুর সড়কের মহিষমাণ্ডা মোড়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোহসীন আকন্দ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানা পুলিশের দাবি, মোহসীন একজন ডাকাত। একটি বড় হাসুয়াসহ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ক্ষেতলাল উপজেলার মাটিহাস গ্রামে ডাকাতির উদ্দেশে মহিষমাণ্ডা সড়ক মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে আট-দশজন ডাকাত অবস্থান করছিল। গোপনে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল সেখানে গেলে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিবর্ষণে ডাকাতরা অন্ধকারে পালিয়ে যায়।
ওসি আরো জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বড় ধারালো হাঁসুয়াসহ ক্ষেতলালের পৌলুঞ্জ গ্রামের মোহসীন আকন্দকে (৩৮) আটক করে। আটকের পর গুলিবিদ্ধ মোহসীন আকন্দ পুলিশের কাছে স্বীকার করে যে মাটিহাস গ্রামে ডাকাতি করার উদ্দেশে রাতে তাঁরা মহিষমাণ্ডা সড়ক মোড়ে একত্রিত হয়ে পরিকল্পনা করছিলেন। আহত মোহসীনকে রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক মোহসীন একাধিক হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির মামলার আসামি।