ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Looks like you've blocked notifications!
পাবনার ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে আজ শুক্রবার সকালে একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে গাছকে ধাক্কা দেয়। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে আজ শুক্রবার সকালে বাসের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। 

নিহত ব্যক্তি হলেন ঈশ্বরদীর ভেলুপাড়া গ্রামের রঞ্জুর ছেলে মোটরসাইকেলচালক হাসান (৪০)। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মোক্তার হোসেনের ছেলে রোকন ও ইসরাইলের ছেলে ইমদাদ। আহতদের প্রথমে ঈশ্বরদী ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, পাবনা থেকে ঈশ্বরদীগামী রাশিদা পরিবহনের যাত্রীবাহী একটি বাস আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে আটকে যায়। এতে মোটরসাইকেলচালক নিহত ও দুজন আহত হন।