পৌর কর্মচারীকে মারধরের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

পানির বকেয়া বিল চাওয়ায় ঝালকাঠি পৌরসভার এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং ছাত্রলীগ সভাপতি ও তাঁর সঙ্গীদের বিচারের দাবিতে পৌরসভার কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মারধরের শিকার কালাচাঁদ বসু পৌরসভার পাম্প চালক ও বিল সংগ্রহকারী।

তবে পৌরসভার কর্মচারীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রলীগ নেতা হাদিসুর রহমান মিলন।

কালাচাঁদ বসু অভিযোগ করে বলেন, ‘সৈয়দ হাদিসুর রহমান মিলনের কাছে ঝালকাঠি পৌরসভার পানির বিল বাবদ আট হাজার টাকা পাওনা রয়েছে। বেশ কয়েকবার তাঁর কাছে ধরনা দিয়েও বিল আদায় করা সম্ভব হয়নি। আজ সকালে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় তাঁর সঙ্গে দেখা হলে বিল দেওয়ার অনুরোধ করি।’

এ সময় ক্ষিপ্ত হয়ে মিলন সহযোগীদের নিয়ে পৌর কর্মচারীর ওপর হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ দুপুরে পৌরসভার কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা শহর প্রদক্ষিণ করে। পরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় বক্তারা পৌর কর্মচারীর ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।