নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনায় আহতদের আজ শুক্রবার নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার হবখালী এলাকায় নড়াইল-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় রাস্তার পাশে গাছ কাটার ফলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সেখানে একটি যাত্রীবোঝাই ইজিবাইক ও মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। এ সময় নড়াইলগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস (পাবনা জ ০৪-০০২৫) দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের চালক জুলফিকার মারা যান। পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়েছেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আ ফ ম মশিউর রহমান জানান, ‘একজন মারা গেছেন। গুরুতর আহতদের আমরা অন্য হাসপাতালে নিতে বলেছি।’