ডাকাত সন্দেহে ১১ জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ

Looks like you've blocked notifications!
ফেনীতে ডাকাত সন্দেহে ১১ জনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছবি : এনটিভি

ফেনীতে ডাকাত সন্দেহে ১১ জনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। এদের মধ্যে আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে জেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, আজ ভোর রাত ৩টার দিকে ওই এলাকায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন গাড়িতে ডাকাতি শুরু করে একদল ডাকাত। এ সময় যাত্রীদের চিৎকার শুনে এলাকার কয়েকজন মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তিনজনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বাকিরা পালিয়ে মহাসড়কের পাশে বিক্ষিপ্তভাবে কয়েকটি বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির লোকদের জিম্মি করে। পরে পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, ছয়টি চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, আটক ব্যক্তিরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন স্থানে মামলা রয়েছে।