কুড়িগ্রামে থানায় আসামির অস্বাভাবিক মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার হাজতে আনিছুর রহমান নামের এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
আনিছুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর হাসপাতালপাড়ার বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ আনিছুর রহমানকে (৩৭) গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আটক করে। আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। এর পর আনিছুর রহমানকে থানাহাজতে রাখা হলে দুপুর ১২টার দিকে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ আনিছুর রহমানকে হাসপাতালে নিয়ে গেলে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু নাইম মো. ইফতেখারুল তাঁকে মৃত ঘোষণা করেন।