এপিএস সত্যজিৎকে ধরিয়ে দিতে পোস্টারিং
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখার্জীকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুর শহরে পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারে ছেয়ে গেছে ফরিদপুর শহর ও শহরতলির বিভিন্ন এলাকা।
ফরিদপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সত্যজিৎ কমপক্ষে দেড় ডজন চাঁদাবাজি ও ধর্ষণ মামলার অন্যতম আসামি। তাঁকে ধরিয়ে দিতে পোস্টারে পুরস্কারের কথা উল্লেখ আছে। তবে টাকার পরিমাণের কথা এবং কে পুরস্কার দেবে তাও উল্লেখ নেই।
সত্যজিৎকে দেখামাত্র পোস্টারে দেওয়া তিনটি মোবাইল ফোন নম্বরের যেকোনো একটিতে ফোন করতে বলা হয়েছে। এর মধ্যে একটি নম্বরকে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টারের নিচে লেখা হয়েছে ‘প্রচারে : ফরিদপুরবাসী’।
পোস্টারে লেখা দুটি নম্বরের একটি অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল)। অন্যটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হকের। দুটি নম্বরে ফোন করলে কেউ ধরেননি।
পোস্টারের ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান ও ডিএসবি প্রধান মহিউদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে জানান, পোস্টারের বিষয়টি তাঁরা শুনেছেন। তবে পুলিশের পক্ষ থেকে পোস্টারিং করা হয়নি।
জেলা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, সত্যজিৎকে ধরিয়ে দেওয়া-সংক্রান্ত পোস্টারের বিষয়ে তাঁরা কিছু জানেন না।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, মামলা দায়েরের পর এক মাস অতিবাহিত হয়ে গেলেও পুলিশ সত্যজিৎকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে ফরিদপুরের কয়েকজন ব্যক্তি এই পোস্টার সাঁটিয়েছেন।