মারা গেছেন এনটিভির গাড়িচালক কামাল হোসেন
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গাড়িচালক কামাল হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কামাল হোসেনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার ফজরের নামাজের পর রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় স্বজনদের পাশাপাশি কামাল হোসেনের দীর্ঘদিনের সহকর্মী এবং এনটিভি পরিবারের সদস্যরা অংশ নেন।
জানাজা শেষে কামাল হোসেনের লাশ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজার পর ডামুড্যার মাদবর বাড়ি কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
এনটিভির এই কর্মী স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।