পেট্রলবোমা হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

সারা দেশে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে আজ শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
হরতাল, অবরোধের নামে সারা দেশে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে মেহেরপুরের চিকিৎসকরা মানববন্ধন করেছেন। আজ শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে ওই মানববন্ধন করা হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি চিকিৎসক রমেশ চন্দ্র নাথের নেতৃত্বে চিকিৎসকরা এই মানববন্ধন করেন। পরে তাঁরা বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
জেলা বিএমএর সাধারণ সম্পাদক আবু তাহের, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকারসহ জেলার চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন।