গোপালগঞ্জে চড়ক পূজা উদযাপিত

গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে বৈশাখসংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়ক পূজা। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে বৈশাখসংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়ক পূজা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। পূজাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা।
আয়োজকরা জানান, পঞ্জিকা মতে প্রতিবছর বৈশাখ সংক্রান্তিতে (গতকাল শুক্রবার) টুঠামান্দ্রা গ্রামে হীরা বাড়ির মন্দিরে আয়োজন করা হয় শিব পূজার। পূজার পর বিকেলে মন্দিরে পাশের মাঠে আয়োজন করা হয় চড়ক ঘুল্লির।
এ জন্য বিশ্বজিৎ বিশ্বাসসহ তিন যুবকের পিঠে ফোঁড়ানো হয় দুটি লোহার বড়শি। পরে তাঁদের বাঁশের একপ্রান্তে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে ঘোরানো হয়। সন্ধ্যা পর্যন্ত এ খেলা চলে।
এদিকে গ্রামীণ মেলায় নানা ধরনের খাবার, গহনা, আসবাবপত্র, মিষ্টির দোকান, মাটির খেলনাসহ বসেছে বিভিন্ন দোকান বসেছে।