মা হারালেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার, পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য সাহাবুদ্দিন চপ্পুর মা খায়রুন্নেছা আর নেই। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় ছেলের বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খায়রুন্নেছা পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর পাবনার চাপা বিবির মসজিদে জানাজা শেষে তাঁকে আরিফপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাহাবুদ্দিন চপ্পু।
এদিকে খায়রুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, পাবনা চেম্বারের সাবেক সভাপতি এম এ কাফী সরকার।