কালকিনিতে ছাত্রীদের ওপর বখাটের হামলা

Looks like you've blocked notifications!
মাদারীপুরের কালকিনি উপজেলায় বখাটের হামলায় আহত ও আতঙ্কিত ছয় ছাত্রীকে আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

কোচিং সেন্টার থেকে ফেরার পথে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছয় ছাত্রীর ওপর হামলা চালিয়েছে এক বখাটে। গতকাল শনিবার রাতে উপজেলার এনায়েতনগর এলাকার কল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ রোববার আহত ও আতঙ্কিত ছয় ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো ওই বখাটেকে আটক করতে পারেনি পুলিশ।

এক ছাত্রীর অভিভাবক সিদ্দিক মোল্লা এনটিভি অনলাইনকে জানান, শনিবার রাতে কোচিং থেকে ফেরার পথে ছাত্রীদের ওপর হামলা চালায় একই এলাকার ইয়াকুব হাওলাদার। এ সময় তাদের মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে যায়। 

সিদ্দিক মোল্লা অভিযোগ করেন, এ ঘটনার পর গ্রামের মাতব্বর হাকিম সরদার সালিস বসিয়ে ইয়াকুবের হাতে ছয়টি বেত্রাঘাত করেন। আসলে তাকে বাঁচানোর জন্যই এটা করা হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা এনটিভি অনলাইনকে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।