মাগুরায় দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩০

মাগুরার কামারখালী ব্রিজসংলগ্ন ভেল্লাকান্দি মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সী জানান, মাগুরা-ফরিদপুর সীমান্ত কামারখালী ব্রিজসংলগ্ন ভেল্লাকান্দি মোড়ে আজ রোববার বিকেলে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সাথে ফরিদপুরগামী নূপুর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, কামারখালী এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু, নারীসহ ২৫ জন ভর্তি হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচার কক্ষে মিলন হোসেন (৩৪) ও মিজানুর রহমান (৪৫) নামের দুজন মারা গেছেন।
নিহত মিলন মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। মিজানুরের বাড়ি প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা ফার্মাপাড়া বলে জানা গেছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিম্পা (১০), নাহিদ (৫), আলহাজ (৫), বিশ্ববিদ্যালয়ছাত্রী রেবা খাতুন (২০), সম্পা (১৮), সুফিয়া বেগম (৫০), মরিয়ম (৩৫), নুরুন্নাহার (৪৫), সাফিয়া বানু (২৪), রিতা খাতুন (২৫), সুমি আক্তার (১৭), মাহাবুব হোসেন (২৬), কাওছার হোসেন (২২), হাসান আলী (২৮), হাসিব (২৯), সোহেল (১৮), অদুদ মিয়া (৫০), তাইজুল (৫৪), মুক্তার হোসেন (৫০), সরাফত (৩০), মিঠু মিয়া (১৯), আলী আকবর (৬০) ও আশরাফ হোসেন (১৮)।