শিক্ষকের বেতের আঘাতে ১১ শিক্ষার্থী হাসপাতালে

Looks like you've blocked notifications!

ফরিদপুরের সালথার কুমারকান্দা জামিয়া সামসুল উলুম মাদ্রাসায় শিক্ষকের বেতের আঘাতে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পড়া না পারায় মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক হাফেজ আবদুর রাজ্জাক ১১ শিক্ষার্থীকে বেত দিয়ে আঘাত করেন। পরে তাদের মাঠে দাঁড় করিয়ে প্রত্যেককে ২০০ বার কান ধরে উঠবস করতে আদেশ দেন। শিক্ষার্থীরা কিছুক্ষণ উঠবস করার পর অপরাগতা স্বীকার করলে শিক্ষক আবারও তাদের বেত দিয়ে আঘাত করেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ছাত্ররা সুস্থ আছে বলেও জানান তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাজী আবু বকর বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক।

তবে অভিযুক্ত শিক্ষক হাফেজ আবদুর রাজ্জাক শিক্ষার্থীদের মারধর ও কানধরে উঠবস করার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা অসুস্থ হলে আমি নিজেই হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে তারা সুস্থ আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, ‘বিষয়টি আমি নিজেই তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’