চান্দিনায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন

ধর্মীয় সংখ্যালঘুদের সর্বস্তরে অধিকার নিশ্চিত করতে এবং তাদের ওপর ধারাবাহিক হামলার সুষ্ঠু বিচারের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলায় শ্রীশ্রী রাজ কালীবাড়ী মঠ প্রাঙ্গণে ওই পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান বক্তারা। সম্মেলনে জেলার ১৭টি উপজেলা থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দিপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, বিভাগীয় যুগ্ম সম্পাদক সন্তোষ শর্মা, বিভাগীয় দাপ্তরিক সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ।