দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জ ও চিরির বন্দর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের করিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮) ও একই ইউনিয়নের তুলসিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩০) এবং চিরির বন্দর উপজেলার কুতুবপুর গ্রামের সুবল রায় (১৫)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, আনোয়ারুল ও হেলাল মোটরসাইকেলে করে বীরগঞ্জ থেকে দিনাজপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শালবন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে।
এদিকে, একই সময়ে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার কুতুবপুর নামক স্থানে ট্রাক্টরের চাপায় সুবল রায় নামে এক কিশোর নিহত হয়েছে। চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর হোসেন ও আনিসুর রহমান।