নীলফামারীতে আগুনে ১২০টি ঘর পুড়ে ছাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/12/photo-1478964031.jpg)
নীলফামারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি পরিবারের কমপক্ষে ১২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় গ্রামের নরেশ চন্দ্র রায়ের রান্নাঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে ওই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পরে রাত পৌনে ৯টার দিকে নীলফামারী, দেবীগঞ্জ ও ডোমারের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বানিয়াপাড়া গ্রামের প্রায় ১২০টি ঘর, আসবাবপত্রসহ প্রায় কোটি চাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।