ডিমলায় তিস্তার চরে কমিউনিটি ক্লিনিক
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামে তিস্তার চরে আহম্মেদ হোসেন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়ার উদ্দিন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিবিএ নেতা মো. সোহরাব হোসেন।
নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধনের পরেই ওই কমিউনিটি ক্লিনিকের জন্য জমিদানকারী আহম্মেদ হোসেনের সার্বিক সহযোগিতায় ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এ সিদ্দিকীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওই কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. ময়নুল হকসহ অনেকে।