জানালেন বনমন্ত্রী

কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বাধীনতার সময় কুয়েত বাংলাদেশের পাশে ছিল। বর্তমানেও দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো।

গতকাল শনিবার বিকেলে ৪টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ চত্বরে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় বনমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতির চেয়ে উন্নয়নের জন্য বেশি কাজ করি। পরিকল্পিতভাবে আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে হয়।’

কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির মহাপরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির সিনিয়র প্রজেক্ট অফিসার গোলাম আজম প্রমুখ।

কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি উপজেলার এক হাজার ৯০০ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করে।