ঝালকাঠিতে বিএনপির ৩০ নেতা-কর্মী কারাগারে

Looks like you've blocked notifications!

ঝালকাঠিতে বিস্ফোরক ও গাড়ি পোড়ানোর পৃথক পাঁচটি মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন। 

কারাগারে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার ও জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন। 

আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাবুল এনটিভি অনলাইনকে জানান, স্টিমার ও বাসে আগুনের ঘটনায় ঝালকাঠি থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা পৃথক পাঁচটি মামলায় আজ সোমবার দুপুরে হাজির হন বিএনপির ৩২ নেতা-কর্মী। এ সময় তাঁদের জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মান্নান রসুল এর বিরোধিতা করেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের ছেলে মো. হিমেল ও মো. বাদল নামের দুজনকে জামিন দেওয়া হয়।