‘ফুল শুকিয়ে যাবে, মানুষের ভালোবাসা শুকাবে না’

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ যশোর সার্কিট হাউসে বক্তব্য দেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের নেতাকর্মীদের জনসম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুল শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা শুকাবে না।

আজ বুধবার সকাল ১০টার দিকে যশোর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল।

দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা বিভেদ সৃষ্টি করবে, যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানবে না, দলে থাকার কোনো অধিকার তাদের নেই।’

‘সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

নেতাদের ফুল দিয়ে খুশি না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন মানুষকে খুশি করা। আজকে যে ফুল আপনারা এনেছেন, এই ফুল শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা কোনো দিনও শুকাবে না।’

‘ফুলগাছের ফুল, কাগজের ফুল, ফুলের মালা—সব শুকিয়ে যাবে। কিন্তু যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, সেই ভালোবাসার ফুল কোনো দিনও শুকাবে না।’

সকাল সোয়া ৮টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান ওবায়দুল কাদের। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

বক্তৃতা শেষে ওবায়দুল কাদের কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। দুপুরে কুষ্টিয়া বাইবাস সড়ক পরিদর্শন ও বিকেলে কুষ্টিয়া শহরের এসএস রোডের বক চত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর।