বাংলাবান্ধা দিয়ে শিগগির মানুষ পারাপার : সন্দীপ মিত্র
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন। তিনি আজ মঙ্গলবার সকালে স্থলবন্দর পরিদর্শনে এলে সেখানকার কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান। পরে সেখানে তিনি তাঁদের সাথে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র বলেন, ইমিগ্রেশনের কাজ চলছে। আশা করছি, খুব শিগগির বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হবে। তিনি বলেন, এরই মধ্যে বাংলাবান্ধায় ভারত, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা এসেছিলেন। তাঁরাও বলেছেন, খুব শিগগির এ স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হবে।
এ সময় সন্দীপ মিত্রের সহধর্মিণী সীমা মিত্র, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের রেজাউল করিম রেজা, মেহেদি হাসান বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।