ক্যানসারে আক্রান্ত চন্দনকে বাঁচাতে এগিয়ে আসুন
ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে নিভে যেতে বসেছে কিশোর চন্দন দের (১৬) জীবন প্রদীপ। তাকে বাঁচাতে সমাজের সব হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
চন্দন চট্টগ্রামের আসকারদীঘিরপাড় এলাকার গার্মেন্টস শ্রমিক সন্তোষ দের ছেলে এবং ছালেহু জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ডাক্তার বলেছেন, চন্দনকে বিদেশে নিয়ে চিকিৎসা দিলে বাঁচানো সম্ভব হতে পারে। তবে তার চিকিৎসার জন্য প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু চন্দনের পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই চন্দনের জীবন প্রদীপ যেন নিভে না যায় সেজন্য সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
চন্দন দের চিকিৎসায় কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে ০১৮১২১০০৩৯৭ মোবাইল ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংক জুবলি রোড শাখায়, (হিসাব নং-১৪২১৫১০০১৫৮৮৭) সাহায্য দিতে পারবেন। তা ছাড়া চন্দনের বড় ভাই ঈশান দের ০১৮১৮১৫৪৫৮৫ বিকাশ নম্বরেও টাকা পাঠানো যাবে।