মাদারীপুরে ভূমি কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ

Looks like you've blocked notifications!

মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লোকজন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এই মিছিল করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভূমি কমিশনার একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে তাঁকে অপসারণ না করলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সহকারী ভূমি কর্মকর্তাদের অবৈধ মিউটেশন (নামজারি) করে না দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিছিল করিয়েছে। বিষয়টি আমি আগে থেকেই জানতাম।’

পাল্টা অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভূমি কর্মকর্তা জানান, সহকারী কমিশনার তাঁদের ওপর দায় চাপিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকতে চান। সে কারণে তাঁর কার্যালয়ে কোনো ফাইল গেলে তা মাসের পর মাস ফেলে রাখেন। তাঁর কথায় অপারগতা প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর দায় চাপাতে চাচ্ছেন।