রাতে বাস না চালানোর অনুরোধ আইজিপির
চলমান রাজনৈতিক সহিংসতার কারণে রাত ৯টার পর মহাসড়কে যাত্রীবাহী বাস না চালাতে পরিবহন মালিকদের অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। পরিবহন মালিকরা বিষয়টি ভেবে দেখার জন্য দু-তিন দিন সময় চেয়েছেন।
আজ শনিবার বিকেলে রাজারবাগে পরিবহন মালিকদের সাথে এক বৈঠকে আইজিপি এ অনুরোধ জানান।
বৈঠকের পর সাংবাদিকদের আইজিপি বলেন, ‘রাত ৯টার পর যাত্রীবাহী কোনো বাস আমরা রাস্তায় দেখতে চাই না। সেটা তাদের অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা (পরিবহন মালিকরা) সেটা মানতে চান না। তাঁরা বলেছেন, যদি কোনো দুষ্কৃতকারী বা নাশকতাকারী গাড়িতে আক্রমণ করতে চায়, তখন যদি তাঁদের সামনে পড়ে, তাদের (দুষ্কৃতকারী) বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিবেন। আমাদের কাছে সহযোগিতাও চেয়েছেন। বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করে পুনর্বিবেচনা করা হবে।’
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনাতুল্লাহ খান বলেন, ‘আমরা বিষয়টিকে সম্পূর্ণভাবে নাকচ করিনি। আমরা বলেছি, আমাদের আরো দুই-তিনদিন সময় দিন। আমরা দেশের অন্য জেলাগুলোর সঙ্গে আলোচনা করে দেখি। আমরা দুই-তিনদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে যাব।’