গ্রামের সাধারণ মানুষের কথা শুনলেন খুলনা বিভাগীয় কমিশনার
‘একটি গ্রাম জাগলে, একটি দেশ জাগবে’- এ দর্শনকে উপজীব্য করে আজ মঙ্গলবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল গ্রামে ‘গ্রাম দর্শন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিভৃত গ্রামে গাছের ছায়ায় মাটিতে বসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়া না পাওয়াসহ সাধারণ মানুষের ইচ্ছা, আবেগ, অনুভূতি সুখ-দুঃখের কথা শুনলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। মহম্মদপুর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
গ্রাম দর্শন অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান ও সহকারী কমিশনার পরিমল কুমার সরকার। এ ছাড়া জেলা ও উপজেলার প্রতিটি বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামের নানা শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। বিভাগীয় কমিশনার তাঁদের কাছ থেকে নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি গ্রামের মানুষ তাদের ইচ্ছা আবেগ ও অনুভূতির কথা জানান।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি এখন শক্তিশালী। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ থেকে আম এখন বিদেশে রপ্তানি হচ্ছে। নেপালের ভূমিকম্প দুর্গতদের জন্য বাংলাদেশ এক লাখ মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে। তিনি বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদকের কুফল, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। সরকারের বিভিন্ন নীতি ও উন্নয়ন সম্পর্কে সবাইকে অবহিত করেন।
এ ধরনের কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর মনোভাবের পরিবর্তনের সাথে সাথে সামাজিক উন্নয়নের চাকাকে গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।