দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট চলছে
ঢাকার সঙ্গে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। আজ বুধবার সকালে খুলনা থেকে ঢাকায় কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকেও কোনো বাস খুলনা আসেনি।
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী সোহাগ পরিবহনের চালক ও চেকার আটক এবং শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পরিবহন শ্রমিক সমিতি যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে।urgentPhoto
বাংলাদেশ পরিবহন শ্রমিক সমিতির আঞ্চলিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, ঢাকা থেকে বেনাপোলগামী ভলভো বাসে যাত্রীবেশে থাকা সাতজন ডাকাতি করে নেমে যায়। বিষয়টি মধুখালী থানায় অবহিত করলে তারা মামলা না নিয়ে বাসের চালক ও চেকারকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উভয়মুখী সব পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোনাডাঙ্গা বাস টার্মিনাল, সাতরাস্তার মোড় ও শিববাড়ী এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন।
এ ব্যাপারে আজিজুল আলম মিন্টুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আটক ব্যক্তিদের মুক্তি এবং দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির আওতা না আনা পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে।