হাসপাতালে এসেও সংঘর্ষে জড়াল আহতরা

Looks like you've blocked notifications!
ছাতক উপজেলার চরেরবন্দ এলাকায় দুইপক্ষের সংঘর্ষে আহতরা আজ রোববার সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেও সংঘর্ষে জড়ায় এবং ভাঙচুর করে। ছবি : এনটিভি

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরেরবন্দ এলাকায় মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। 

এদিকে, হাসপাতালে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ডাক্তাররা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহরের চরেরবন্দ এলাকার পৌর কাউন্সিলর নওশাদ মিয়া ও রহিম উদ্দিন নামের একব্যক্তির মধ্যে দীর্ঘ দিন ধরেই ব্যক্তিগত বিরোধ চলছিল। এর জের ধরে রোববার চরেরবন্দ মসজিদের জমি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। ছাতক হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। এদিকে, হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন ডাক্তাররা। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তা ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর চিকিৎসকরাও কাজে ফিরেছেন।

ওসি আরো জানান, এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।