বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
বরিশাল নগরে আজ সোমবার বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। ছবি : এনটিভি

বরিশালে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। এরপর সেখানে জেলা বিএনপিও সমাবেশ করে।

সমাবেশ শেষে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিল করতে না পেরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়।

মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান, মনিরুল ইসলাম মনির, আনোয়ারুল হক তারিনসহ অনেকে।

এদিকে, দুপুর ১২টার দিকে জেলা বিএনপির (উত্তর ও দক্ষিণ) নেতাকর্মীরা নগরীর সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক  গোলাম মাহমুদ মাহবুবসহ অন্য নেতারা।