বিএনপি-জামায়াতের ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগে করা নাশকতার দুটি মামলায় পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রেজাউল বারীর আদালতে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম এই অভিযোগপত্র জমা দেন।
আবদুল হাকিম আজ বুধবার সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে দুটি কেন্দ্রে সহিংসতার অভিযোগে করা নাশকতার দুটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন শাদোসহ (৪৫) বিএনপি-জামায়াতের ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও ফৌজদারি আইনে অভিযোগ আনা হয়। বিচারক দুটি অভিযোগপত্র গ্রহণ করেন এবং ৪২ জন আসামির মধ্যে পলাতক ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলা দুটির অন্য ১৯ আসামিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই দুই মামলার প্রধান আসামি বিএনপি নেতা শাদো পলাতক।
মামলায় অভিযোগ করা হয়, ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুপুরে পার্বতীপুর উপজেলার দাগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মারপিট করে আসামিরা। এছাড়া ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
দাগলাগঞ্জ ভোট কেন্দ্রের সহিংস ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা জনতা ব্যাংকের ব্যবস্থাপক জালালুর মুর্শেদ ও সরকারপাড়া ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুল আজিজ বাদী হয়ে পার্বতীপুর থানায় বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন।