মংলা কাস্টমস সিঅ্যান্ডএফ কর্মচারীদের ধর্মঘট
মংলা বন্দরে কাস্টমসের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে ধর্মঘটের ডাক দিয়েছে মংলা কাস্টমস সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন। এতে আজ বুধবার দুপুর থেকে মংলা বন্দরে আমদানি-রপ্তানি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে করে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মচারীরা খুলনায় কাস্টমস হাউস ও মংলা বন্দর এলাকায় আজ বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছে। একই সাথে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
ওই অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান জানান, সম্প্রতি মংলা কাস্টমস কর্তৃপক্ষ আমদানি-রপ্তানি করা মালামাল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে অহেতুক হয়রানি করছে। অধিক কালক্ষেপণের ফলে পণ্যের গুণগতমান নষ্ট, আমদানি ও রপ্তানি কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় ব্যবসায়িক ক্ষতি ও ঝুঁকি, সরবরাহকারীদের বীমা ঝুঁকি এবং শ্রমিকদের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ করতে না পারায় ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মংলা বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরে যেসব মালামাল ১০ শতাংশ পরীক্ষা করা হয়, সেসব পণ্য মংলা বন্দরে শতভাগ নিরীক্ষার নামে চরম হয়রানি করা হচ্ছে। কাস্টমসের হয়রানিমূলক কর্মকাণ্ডের কথা লিখিতভাবে ফ্যাক্সবার্তার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে অ্যাসোসিয়েশন।
একই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান টিটো বলেছেন, কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাড়ি এ অঞ্চলে না হওয়ায় মংলা বন্দর তথা দক্ষিণাঞ্চলের প্রতি তাদের আচরণ বিমাতাসুলভ। মংলা বন্দরকে অকার্যকর করে চট্টগ্রাম বন্দরকে অধিক লাভবান করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে মংলা বন্দর ব্যবহারকারী সবার হয়রানি বন্ধ না হলে কঠিন আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। আজ বুধবার কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. খালেদ রবি বলেন, মংলা বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকদের হয়রানি করা হলে বন্দর অকার্যকর হয়ে পড়বে। মংলা বন্দর অকার্যকর মানেই দক্ষিণাঞ্চলকে পঙ্গু করে দেওয়া। হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে জানান তিনি।
এ ব্যাপারে মংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না।’