বাগেরহাটে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বাগেরহাটের ফকিরহাটে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের শেখ আসাদুজ্জামান ওরফে শুভ (১৮), শাহরিয়ার রহমান বিপ্লব ওরফে বাবু (২৩), শেখ শাহজালাল ওরফে উজ্জ্বল (২২), সৈয়দমহল্লা গ্রামের সাদ্দাম (১৯) ও রাকীব (২১)। রায় ঘোষণার সময় শেখ শাহজালাল শুধু উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ আগস্ট রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মো. আসাফুর রহমানের বৃদ্ধ মা জাহানারা বেগমকে কয়েকজন হাতুড়ি পেটা করে সোনার চেইন ও কানের দুল ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী জাহানারাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনায় ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম মারা যান।
এ ঘটনায় মো. আসাফুর রহমান বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফকিরহাট থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম ২০১০ সালের ৪ নভেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেন। মামলার নয়জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৯৬ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী মনোয়ার হোসেন এবং আসামিপক্ষে ছিলেন ড. এ কে আজাদ ফিরোজ টিপু ও এস এম আনিসুর রহমান।