বগুড়ায় ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ সহকারীর মৃত্যু
বগুড়ার শাজাহানপুর উপজেলার রূপিহার এলাকায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ সহকারী হাসিব শেখ মারা গেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে।
একই ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন বগুড়ার ট্রাকচালক মোহাম্মদ মোস্তফা (৩৫), নাটোরের মোহাম্মদ জাহাঙ্গীর (২৮) ও মোহাম্মদ আজিদ (৩২)। হাসাপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, রাতে রাজশাহী থেকে বগুড়াগামী ট্রাকে রূপিহার এলাকায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে চারজন দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।