ফেনীতে ১৪৫১টি পাখি উদ্ধার, আটক ৩

Looks like you've blocked notifications!
ফেনীতে গতকাল দিবাগত রাতে সহস্রাধিক পাখি উদ্ধার করে র‍্যাব ও বন বিভাগ। ছবি : এনটিভি

ফেনীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির এক হাজার ৪৫১টি পাখি উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বন বিভাগের যৌথ অভিযানে পাখিগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আতিয়ার রহমান, রুহুল আমিন শেখ ও রনি তালুকদার। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে বলে র‍্যাব জানিয়েছে।

ফেনী র‌্যাব-৭-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পার্বত্য এলাকা থেকে পাখিগুলো ফেনীতে জড়ো করেছে কিছু পাচারকারী। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে টিয়া, ময়না, মুনিয়াসহ বিভিন্ন প্রজাতির এক হাজার ৪৫১টি পাখি উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, পাখি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মহিপালের পাসপোর্ট অফিস এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।