প্রাথমিক পরীক্ষাতেও নকল, দিচ্ছেন শিক্ষকরাই!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/24/photo-1480002578.jpg)
নীলফামারীর জলঢাকায় পিএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ৬ শিক্ষক ও এক কর্মচারীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান, বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মতিয়া বেগম, পূর্ব বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কানিজ তানজিন, পূর্ব বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান, বালাগ্রাম ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাদুর রহমান ও ৪র্থ শ্রেণির কর্মচারী মহসিন আলী মিলন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান জলঢাকা উপজেলার বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান, পাশের একটি ক্লিনিকে বসে ছয়জন শিক্ষক ও এক কর্মচারী পিএসসি পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করছেন। এ ঘটনায় ওই সাতজনকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জন্য আমরা লজ্জিত।